banglanewspaper

ইনস্টাগ্রামে নারীরা হিজাব ছাড়াই ছবি পোস্ট অভিযোগে ইরানে আটজনকে গ্রেফতার করা হয়েছে।


পুলিশের অভিযোগ, ইনস্টাগ্রামে নারীরা হিজাব ছাড়াই ছবি পোস্ট করতেন। যা ইরানের ইসলামিক আইন বিরোধী। তেহরানের সাইবার ক্রাইম পুলিশের তথ্য অনুযায়ী, ইনস্টাগ্রামে অনলাইনে মডেলিং নেটওয়ার্কের সাথে যুক্ত ১৭০ জনকে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও ৫৯ জন চিত্রগ্রাহক এবং মেকআপ শিল্পী, ৫৮ মডেল, ৫১ ফ্যাশন সেলুন ম্যানেজার এবং ডিজাইনারকে চিহ্নিত করা হয়েছে।

তেহরান পুলিশ প্রধান জানান, ইনস্টাগ্রাম ও অন্যান্য সাইটে যে ধরনের মডেলিং চলছিল, তা সম্পূর্ণভাবে বেআইনি। ইসলাম আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ।

 

ইরানে ফেসবুক, ট্যুইটার এবং ইউটিউব সম্পূর্ণভাবে নিষিদ্ধ হলেও ইনস্টাগ্রাম চালু রয়েছে। সোশ্যাল নেটওয়ার্ক হিসেবে দেশটিতে তাই ইনস্টাগ্রামের বিপুল চাহিদা।-আলজাজিরা

ট্যাগ: