banglanewspaper

আন্তজার্তিক ডেস্ক: সাহিবাবাদ এলাকার একটি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ১২জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার ভোর ৪টার দিকে উত্তর প্রদেশের এই এলাকাটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

জানা গেছে, এই অগ্নিকান্ডে বেশ কয়েকজন দগ্ধ ও আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করেছে স্থানীয় দমকল বাহিনীর সদস্যরা। তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের কারণ জানা যায়নি।

ট্যাগ: