banglanewspaper

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে  ইন্টার এ্যাকটিভ পপুলার থিয়েটারের বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক নাটকঃ ‘‘তাহাদের কথা’’ মঞ্চস্থ হয়েছে। পুলক রাহার রচনায় নাজিম উদ্দিন জুলিয়াস এর  নির্দেশনায় অংকুর নাট্য একাডেমী  পরিবেশনায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ইউনিসেফ এর সহযোগিতায় ৩দিন ব্যাপী নাটক প্রদর্শিত হয়েছে। জেলার ৬টি উপজেলায় এ নাটক প্রদর্শিত হয়।

কোটচাঁদপুরের ফুলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, মহেশপুরের গুড়দহ সরকারী প্রাথমিক বিদ্যালয়, কালীগঞ্জের বলরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঝিনাইদহ সদরের বিষয়খালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, শৈলকুপার ভাটই সরকারী প্রাথমিক বিদ্যালয় ও  হরিণাকুন্ডের রামচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৬টি স্থানে এ নাটক প্রদর্শিত হয়। নাটকটি এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। নাটকটি দেখার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সরকারী-বেসরকারী কর্মকর্তাবৃন্দ সুধীজন, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রচুর দর্শকের সমাগম ঘটে।

এছাড়াও স্থানীয় দর্শকদের মতামত এ ধরনের বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক নাটক গ্রামে-গঞ্জে আরো বেশি বেশি প্রদর্শিত হওয়া দরকার। নাটকে অভিনয়ন করেনঃ তাসলীমা আক্তার তিন্নি, মিঠুন হোসেন, ওহিদুজ্জামান অনিক, মোঃ সুজন আলী, রুম্মান আহমেদ, বিদ্যুৎ হোসেন, শামীমা ইয়াসমিন লিজা, খসরুজ্জামান বাবু, লিমন হোসেন, হামিদুর রহমানসহ আরো অনেকে। 
 

ট্যাগ: