banglanewspaper

ভারতের শিলিগুড়ির দারজিলিং-এ চিতা হেলিকপ্টার ভেঙে প্রাণ হারালেন তিন সেনা অফিসার। দার্জিলিং জেলার সুকনায় ভেঙে সেনা বাহিনীর ওই হেলিকপ্টার।

বুধবার সকালে ১১ টা ৪৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। একজন জুনিয়র আর্মি অফিসার গুরুতর জম হয়েছেন।

জানা গিয়েছে, ওই চিতা হেলিকপ্টারটি সুকনায় ক্যাম্পের হেলিপ্যাডে ফিরছিল। রুটিন মাফিকই উড়েছিল এই সেনা চপার। সেইসময়ই এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন অফিসারের। আহত অফিসারকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দার্জিলিং-এর সুকনায় সেনাবাহিনীর ৩৩ কোরের বেস রয়েছে। আর্মি অ্যাভিয়েশন কর্পসই চালায় সব এয়ারক্রাফট। ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগ: