banglanewspaper

হৃদয় যে পথে  

আনিস আদনান কল্লোল

প্রিয়তমার মতো
উচ্ছল এই পথ,
সে-ই কৈশোরে স্কুল ড্রেসে
বেণী দুলিয়ে
যে মেয়েটি আমায়
বিমোহিত করতো
সেওতো এই রাস্তাধরে গেছে কতদিন।
মনে পড়ে
এই রাস্তায়
কখনও রাত নামেনি,
সব কোলাহল থেমে গেলে
ধুলিমাখা এই পথ
রাত্রির জ্যোৎস্না দেখিয়েছে আমায়।
আমি প্রিয়ার চুলের মতো
বৃথাই গুনতে চেয়েছি
তারাদের বর্ণমালার সংখ্যা।
অতঃপর আবার নিঃশব্দে
হেঁটে হেঁটে সকাল এনেছি
এই পথে।
অনন্তে চলে যাবার আগে
আমি  শেষবার
এই পথ দিয়ে একবার হেঁটে  যেতে চাই,
সে-ই কিশোর বেলার মতো।
পথও যে কখনও কখনও
প্রিয়তমা হয়ে যায়!

............................................

ট্যাগ: