banglanewspaper

সাহিত্য ডেস্ক:

উপেক্ষিত আক্ষেপ

আনিস আদনান কল্লোল

কবিরা হয়তো মানুষ নয়
কবিদের বড় বড়  চুল ,দাড়িগোঁফ
জীর্ণ পায়জামা পাঞ্জাবি
কাঁধে ঝোলা,
চালচুলোহীন সংসার 
কিংবা সংসার বিবাগী
নিত্য লেগে থাকা অভাব
প্রিয়তমার ভারী মুখ
সন্তানের কান্না
এসব কবিদের।
না হলে কি সে কবি হয়!
কবিরা মানুষের মতো অবিকল
হয়তো মানুষ নয়।
একদিন কবিরা মরে যায়
কবিতা পড়ে থাকে বাদামের ঠোঙায়।
কুকুরের প্রস্রাবে।

আর একদল মানুষ কবি হয়ে ওঠে
মরে যাওয়া কবিদের নিয়ে
তারপর কবিরা শেষবারের মতো
মরে যায়।

............................................

কল্লোলিত কবিতা

ট্যাগ: