banglanewspaper

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আট জন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

চৌদ্দগ্রাম থানার ওসি আবু ফয়সল জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের দুই জন পুরুষ যাত্রী নিহত হন। আহত হন আট জন। 

ওসি আরও জানান, নিহতদের পরিচয় পাওয়া যায়নি। লাশ থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ট্যাগ: