banglanewspaper

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান চাপায় রিকশাযাত্রী মা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নিহত মহিলার ৩ বছরের ছেলে তানভীর হোসেন। শুক্রবার দুপুর আড়াইটায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিতকরা গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী জয়নাব বেগম (৩৫) ও ছেলে রবিউল আলম (১৫)। আহত শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, হাসপাতালে চিকিৎসা শেষে রিকশা করে বাড়িতে ফেরার পথে কাভার্ডভ্যান চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে।

ট্যাগ: