banglanewspaper

ফরিদপুর জেলার গোবিন্দপুর গ্রামে রোববার পল্লী কবি জসমি উদদীনের জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন যৌথভাবে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল কুমার নদের তীরে অবস্থিত কবির মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ, কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং দোয়া মাহফিল।


জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন, জেলা শিল্পকলা একাডেমি, আনসার উদ্দিন হাইস্কুল, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, ফরিদপুর সাহিত্য পরিষদ, ফরিদপুর প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন কবির মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করে।

পরে মাজারের পাশে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা সাহিত্যে বিশেষ করে পল্লী সাহিত্যে কবি জসীম উদদীনের ব্যাপক অবদানের কথা তুলে ধরেন।


সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, প্রয়াত কবির কনিষ্ঠ পুত্র খুরশিদ আনোয়ার, জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসক লোকমান হোসেন, অধ্যাপক মো. শাহজাহান প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কবির জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৩ জানুয়ারি থেকে একই স্থানে পক্ষকালব্যাপী ‘জসীম পল্লী মেলা’ শুরু হবে।

ট্যাগ: