banglanewspaper

বলিউডে এখন জোর গুজব, এবার বিয়েটা বোধহয় সেরেই ফেলবেন সোনাক্ষী। অন্তত বিয়ে না হলেও এনগেজমেন্টটা সেরে রাখবেন নায়িকা। 

এমনিতে নিজের ব্যক্তিগত জীবনকে বরাবরই গোপন রেখেছেন সোনাক্ষী। একটি সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদন অনুযায়ী আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে এনগেজমেন্টের অনুষ্ঠানটি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু পাত্রটি কে? 

বহুদিনের বন্ধু বান্টি সচদেবকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন সোনাক্ষী বলে গুজব। যদিও দু’জনের কেউই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলেননি কখনও কিন্তু বেশ অনেকদিন ধরেই বান্টি ও সোনাক্ষীকে একসঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন পার্টি ও অনুষ্ঠানে। এর আগে বহুদিন সুস্মিতা সেনের সঙ্গে ডেটিং করেছেন বান্টি। সোনাক্ষীর এনডর্সমেন্ট ডিল ম্যানেজমেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই দু’জনের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়।  

ট্যাগ: