banglanewspaper

নতুন বছরের তৃতীয় কার্যদিবস দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৮ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৩৫ পয়েন্ট। পাশাপাশি উভয় বাজারে বেড়েছে বাজার মূলধধন।  

উভয় বাজারে সূচক বাড়লেও ডিএসইতে কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে সিএসইতে আগের দিনের চেয়ে বেড়েছে লেনদেন। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার ডিএসইতে ৪১ কোটি ১২ লাখ ৮৮ হাজার ৭৬৩টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ১ হাজার ৩৯১ কোটি ৯ লাখ ৫৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ১ হাজার ৪৪৮ কোটি ১৫ লাখ ৩৪ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৯৯৩ কোটি ৬৯ লাখ ৮৮ হাজার টাকার।

ট্যাগ: