banglanewspaper

ত বছর সিয়াটল আন্তর্জাতিক চলচিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় বিজন পরিচালিত বাংলাদেশের ছবি 'মাটির প্রজার দেশে'। গত অক্টোবরে শিকাগো সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে লড়াই করে সেরা ছবির পুরস্কার জিতেছে ছবিটি। আমেরিকা জয়ের পর এবার বাংলাদেশে প্রিমিয়ার হতে যাচ্ছে ‘মাটির প্রজার দেশে’ ছবির। 

আগামী ১৩ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭ টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই প্রিমিয়ার। রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে ১২ জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৫ তম আসর। চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। ১৯৯২ সাল থেকে রেইনবো চলচ্চিত্র সংসদ ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ আয়োজন করছে। এ বছর উৎসবটির ২৫ বছর পূর্তি হতে যাচ্ছে। 

এবারের উৎসবে ৬৬টি দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে। বাংলাদেশ থেকে এ বছর প্রদর্শীত হচ্ছে ৩টি ছবি। ছবি ৩টি হল তৌকির আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’, অমিতাভ রেজা চৌধুরীর ‘আয়নাবাজি’ এবং বিজনের ‘মাটির প্রজার দেশে’। ‘মাটির প্রজার দেশে’র প্রথম প্রদর্শনীতে উপস্থিত থাকবেন ছবিটির পরিচালক বিজন, প্রযোজক আরিফুর রহমান ছবির অন্যান্য কলাকুশলী ও সকল অভিনেতা-অভিনেত্রী বৃন্দ।

ট্যাগ: