banglanewspaper

সাহিত্য ডেস্ক:

অলির আমন্ত্রণ

হুমায়ুন কবির

অলির আমন্ত্রণে আসে ভোমরা
মধু আহোরণে ফিরে যায় মৌমাছি।
কৃষকের বাহ্বা হয়েছে ভাল ফলন
পরাগায়ণ হয়েছিল অলির আমন্ত্রণে।

ভাব বিনিময়ে একে অপরে চলছে যুগান্তরে-
বিধাতা গড়েছেন রঙ্গমঞ্চ ভালবাসার টানে।
কেনোই বা অলি আমন্ত্রণ দিবে মৌমাছিরে?
ভাবের আদান প্রদান সৃষ্টি লহরে এখনও বিদ্যমান।

মানব দরদে ভালবাসা ছিন্ন হবার নয়,
তবু কেন হানাহানি, তোমার আশ্রয়ে হয়?
স্বার্থ ছাড়িলে বাঁচিবে প্রাণ, থাকবে ভালবাসা,
মন দেওয়া-নেওয়ায় অটুট থাকিবে মানব ভালবাসা!

ফুল তুমিতো বড় প্রতারক,
পাগল করে ভোমরাকে রেখেছ বনে।
অপেক্ষার প্রহরে রাত্রযাপন,
পতঙ্গ মহারাজ ভালবাসার আমন্ত্রণ।

ট্যাগ: