banglanewspaper

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় নসিমন উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত ও সাতজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বালিয়াডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পীরগঞ্জ উপজেলার সেনুয়া গ্রামের ফজলুল করিম (৪৫) ও একই উপজেলার ভাকুরা গ্রামের সাদ্দাম (৩৮)।  আহতরা হলেন শহিদুল ইসলাম (৪৫), পরেশ (৬০), ফরমান (৪৪), ইউসুফ (৫০), সোহেল (২৮), কাসেম (৪০) ও জহিরুল (৩৮)।

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান  জানান, শুক্রবার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাট থেকে গরুবাহী একটি নসিমন উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই দুই গরু ব্যবসায়ী নিহত হয় ও সাতজন আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ট্যাগ: