banglanewspaper

আদালত প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান কাশিমপুর কারাগার পার্ট-১ থেকে জামিনে মুক্তি পেয়েছেন। আজ শুক্রবার দুপুর একটার দিকে মুক্তি পান তিনি।

কাশিমপুর কারাগার-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা মেয়র মান্নানের জামিনে মুক্তি পাওয়ার বিষয়টির সত্যতা নিশ্চত করেছেন। কারাগার থেকে বের হওয়ার সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানের বিরুদ্ধে সর্বমোট ৩০টি মামলা করা হয়েছে। গত ১৪ ডিসেম্বর সবশেষ চাঁদাবাজি মামলায় উচ্চ আদালত থেকে তিনি জামিন লাভ করেন। এর আগে বাকি ২৯টি মামলায় উচ্চ আদালত তাকে জামিন দেন।

ট্যাগ: