banglanewspaper

আদালত প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান কাশিমপুর কারাগার পার্ট-১ থেকে জামিনে মুক্তি পেয়েছেন। আজ শুক্রবার দুপুর একটার দিকে মুক্তি পান তিনি।

কাশিমপুর কারাগার-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা মেয়র মান্নানের জামিনে মুক্তি পাওয়ার বিষয়টির সত্যতা নিশ্চত করেছেন। কারাগার থেকে বের হওয়ার সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানের বিরুদ্ধে সর্বমোট ৩০টি মামলা করা হয়েছে। গত ১৪ ডিসেম্বর সবশেষ চাঁদাবাজি মামলায় উচ্চ আদালত থেকে তিনি জামিন লাভ করেন। এর আগে বাকি ২৯টি মামলায় উচ্চ আদালত তাকে জামিন দেন।