banglanewspaper

নিজস্ব প্রতিবেদকঃ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও ইউএস-বাংলাদেশ গ্লোবাল চেম্বার-এর মধ্যে একটি সমঝোতা স্বারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

গত ৫ জানুয়ারি, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ এই চুক্তি স্বাক্ষরিত হয়।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জেমস গোমেজ ও ইউএস-বাংলাদেশ গ্লোবাল চেম্বার-এর চেয়ারম্যান আজিজ আহমাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান চৌধুরী নাফিজ শারাফাত এ সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে ইউএস-বাংলাদেশ গ্লোবাল চেম্বার কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর শিক্ষার্থীদের জন্য শিক্ষা ও শিল্প ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে কাজ করার সুযোগ দেবে।
 

ট্যাগ: