banglanewspaper

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাটা এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় মরদেহটি উদ্ধার করা হয়।

চাঁদপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মালেক জানান, সকালে চেয়ারম্যানঘাটা এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্লাহ ওলি জানান, নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগ: