banglanewspaper

বিএনপির সমাবেশের অনুমতির সম্পূর্ণ বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা সঠিক স্বিদ্ধান্ত নিবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার (৭ জানুয়ারি) সকালে শেখ ফুজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের উদ্যোগে ‌সাভারে জাতীয় স্মৃতিসৌধে উইন্টার রান ও কার্নিভাল অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-স্বাস্থ্য উপমন্ত্রী জাহিদ মালিক স্বপন, বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত নূর আশিকিন বিনতি মোহাম্মদ তায়িব, শেখ ফুজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. মিল্লাত এমপি, সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান প্রমুখ।

ট্যাগ: