banglanewspaper

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইন্ডিজেনাস স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের ৩৫ সদস্য বিশিষ্ঠ নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নৃবিজ্ঞান বিভাগের ৪২ তম আবর্তনের মংচোয়াং রাখাইন অভিকে সভাপতি ও সরকার ও রাজনীতি বিভাগের ৪২ তম আবর্তনের জেসান তনচংগাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

গতকাল শনিবার বিকাল তিনটার দিকে বার্ষিক বনভোজন ও কাউন্সিল থেকে নতুন কমিটি ঘোষনা করা হয়। ১ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি সৈকত দিও, সহ-সভাপতি সৌর্য তালুকদার বর্ষা ও ইনা চাকমা, অর্থ সম্পাদক উমেদ চাকমা, দপ্তর সম্পাদক কেয়া মারমা প্রমুখ। এছাড়া ১২ জন কার্যকরী সদস্য রয়েছেন নতুন কমিটিতে।

ট্যাগ: