banglanewspaper

জাবি সংবাদদাতা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সঙ্গীতমুখী সাংস্কৃতিক সংগঠন ‘সুস্বরের ২০১৭ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে  সভাপতি হয়েছেন  সরকার ও রাজনীতি বিভাগের ৪২তম ব্যাচের হৃষিৎ মুখোপাধ্যায়(দীপ) ও  সাধারণ সম্পাদক হয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৩ ব্যাচের শিক্ষার্থী  শফিকুর রহমান।

রবিরার সংগঠনাটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন-সহ সভাপতি শুভ কর্মকার (ইংরেজি, ৪২ ব্যাচ), শামীম সরকার (নাটক ও নাট্যতত্ত্ব, ৪২ ব্যাচ), সহ সাধারন সম্পাদকবৃষ্টি রায় (নাটক ও নাট্যতত্ত্ব, ৪৩ ব্যাচ), সাংগঠনিক সম্পাদক  জান্নাতুল ফেরদৌস (আইন ও বিচার, ৪২ ব্যাচ), সহ সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আশিক (নাটক ও নাট্যতত্ত্ব, ৪৪ ব্যাচ), দপ্তর সম্পাদক, মোক্তাফী রওনক ঐতৃজা (নাটক ও নাট্যতত্ত্ব, ৪৫ ব্যাচ), সহ দপ্তর সম্পাদক জোহেব হাসান, প্রচার সম্পাদক মুসাব্বির হাসান অয়ন, কোষাধ্যক্ষ  ইশরাত জাহান, সাজসজ্জা সম্পাদক জেনিফার এহসান জেবা, সহ সাজসজ্জা সম্পাদক হাসান মোহাম্মদ আসিফ।

ট্যাগ: