banglanewspaper

বেনাপোল প্রতিনিধি: উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র এই শ্লোগান নিয়ে যশোরে অনুষ্ঠিত হচ্ছে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা।

মেলা উপলক্ষে বিকাল ৩টায় কালেক্টরেট চত্বর থেকে শহরে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল মাঠে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ, জেলা প্রশাসক ড. মো: হুমায়ুন কবীর, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনসহ অন্যান্যরা।

মেলায় সেনাবাহিনী ও বিমানবাহিনীসহ সরকারের বিভিন্ন দপ্তরের ৬০টি স্টল রয়েছে। সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১১ জানুয়ারী মেলা শেষ হবে। 

ট্যাগ: