banglanewspaper

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনবাঘার কৈডালা এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে  ট্রাক-পিকআপ সংঘর্ষে তারাজুল ইসলাম (৩০) নামে পিকআপ চালক নিহত হয়েছে।

বুধবার (১০ জানুয়ারী) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত তারাজুল ইসলাম জেলার শিবগঞ্জ উপজেলার মেদেনি পাড়ার মৃত মন্টু মিয়ার ছেলে। 

কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই কাজল কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর রাতে রনবাঘার কৈডালা এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে  ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পিকআপ চালক তারাজুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন । 
এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 
 

ট্যাগ: