banglanewspaper

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সমাবেশ ঘিরে ডিএমপি হয়তো কোনো ধরনের সহিংসতার আশঙ্কা করেছিল, তাই তাদের সমাবেশের অনুমতি দেয়নি।
 
সোমবার বিকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত জনসভার মঞ্চ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। 

সমাবেশ নিয়ে সরকার দ্বৈতনীতি করছে- বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, 'সমাবেশের অনুমতি দেয়া না দেয়া ডিএমপি বিষয়। তারা (ডিএমপি) নৈরাজ্যের আভাস পেয়েছেন কি না, আমারতো মনে হয় সে রকম কোনো বিষয় থেকে তারা অনুমতি দেননি।'

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'অতীতে দেখা গেছে বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের নামে সহিংসতা করেছিল। এখানেও সেরকম কিছু ছিল কি না সেটা ডিএমপি জানে, আমি এ বিষয়ে কিছু জানি না। আমরা অনুমোদন দেয়ার কেউ না।'

এসময় তিনি বলেন, 'জাতীয় সম্মেলনের পরেই এটাই আমাদের কোনো জনসভা। আর তাই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এখানে নীতিনির্ধারণী বক্তব্য রাখবেন।'

ট্যাগ: