banglanewspaper

যশোর প্রতিনিধি: যশোরে দু’দলের ‘গোলাগুলিতে’ রাসেল ওরফে রনি (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত রাসেল ডাকাত বলে জানিয়েছে পুলিশ।

বুধবার ভোরে যশোর-চৌগাছা সড়কের জগহাটি এলাকায় এ ঘটনা ঘটে। রাসেল চৌগাছা উপজেলার মাঠপাড়া এলাকার কুমর আলীর ছেলে।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, বুধবার ভোররাতে যশোর-চৌগাছা সড়কের জগহাটি এলাকায় দু’দল ডাকাত বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক ডাকাতের মরদেহ পড়ে থাকতে দেখে।

পুলিশ নিহত ডাকাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

চৌগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, রাসেলের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতাসহ অন্তত ৮টি মামলা রয়েছে।

ট্যাগ: