banglanewspaper

বেনাপোল প্রতিনিধি: বেনাপোলের পুটখালী ও দৌলতপুর সীমান্ত পথে মঙ্গলবার ভোররাতে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় শিশুসহ ৮৫ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। এ সময় দালাল চক্রের সদস্যরা পালিয়ে যায়। 

২১ বিজিবির কমান্ডিং অফিসার লে.কর্ণেল মো: আরিফুল হক জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেশ কিছু লোকজন ভারত সীমান্ত পার হয়ে বেনাপোলের পুটখালী সীমান্তে অবস্থান করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে শিশুসহ ৫৫ জন নারী-পুরুষকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের মধ্যে ১৪ জন শিশু, ১৫ জন নারী ও ২৬ জন পুরুষ রয়েছে। এদের সকলের বাড়ী বাংলাদেশের নড়াইল, লক্ষীপাশা, বাগেরহাট ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়। 

অপর দিকে বেনাপোলের দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে শিশুসহ ৩০জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১০ জন শিশু, ১০ জন নারী ও ১০ জন পুরুষ রয়েছে। আটককৃতদের  সকলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

ট্যাগ: