banglanewspaper

বেসরকারি খাতের চাকরিজীবীদের পেনশন ব্যবস্থা চালুর বিষয়ে আগামী অর্থবছরের বাজেটের আগেই সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পরও বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করতে চাইলে পেনশনের ৫০ শতাংশের বেশি টাকা কেউ তুলতে পারবেন না।

তিনি  বলেন, পেনশনের পুরো টাকা একসঙ্গে তোলা যাবে না। এর আগে যারা শতভাগ পেনশন উঠিয়েছেন, তারা ডুবেছেন। আমাদের মনে রাখতে হবে, পেনশন অবসরকালীন সময়ের সিকিউরিটি। এখন নতুন নতুন পরিবর্তন আনা হচ্ছে। যারা পেনশনের শতভাগ অর্থ তুলেছেন, তারা কোনও সুবিধা পাচ্ছেন না।

ট্যাগ: