banglanewspaper

কে. এম. লিমন, গোয়াইনঘাটঃ হাইকোর্টের নির্দেশ মোতাবেক জাফলং, বিছনাকান্দি ও ভোলাগঞ্জ পাথর কোয়ারী চালু, গোলাপগঞ্জ উপজেলাধীন বাঘা সুনাপুর নামক স্থানে সি,এন,জি অটোরিক্স্রার পার্কিং স্থানে অবৈধ দোকানপাঠ উচ্ছেদ ও এয়ারপোর্ট থানার মামলা নং ১২/ ২৭-১২-২০১৬ ইং এর আসামীদের আটক এবং গাড়ী উদ্ধারের দাবীতে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ’র পক্ষ থেকে সিলেটের জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করা হয়েছে। উপরে উল্লেখিত ৩ দফা দাবি আগামী ১৫ই জানুয়ারী রবিবার এর মধ্যে বাস্তবায়ন না হলে ১৬ জানুয়ারী সোমবার সকাল থেকে সিলেট জেলার সর্বস্তরের পরিবহন শ্রমিকরা অনির্দিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘট পালন করবে বলেও স্বারকলিপিতে উল্লেখ করা হয়। গত মঙ্গলবার সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে স্বারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, সাধারন সম্পাদক মোঃ জাকারিয়া, সিলেট জেলা ট্রাক চালক সমিতির সভাপতি দিলু মিয়া, কার্যকারী সভাপতি আব্দুস সালাম, সাধারন সম্পাদক আব্দুল গফুর, সদস্য আব্দুল আলী, হাসু মিয়া প্রমূখ।
 

ট্যাগ: