banglanewspaper

ডেস্ক রিপোর্ট: ৫০০ ও ২০০০ টাকার নোটের পর এবার ৫ ও ১০ রুপির কয়েন চালু করতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়ার ১২৫ বছর উপলক্ষে ১০ রুপির কয়েন আনতে চলেছে দেশটি।

জানানো হয়েছে নতুন ১০ রুপির পিছন দিকে ন্যাশনাল আর্কাইভ বিল্ডিংয়ের ছবি থাকবে। ছবির নীচে ১২৫ বছর লেখা থাকবে । কয়েনের উপর ও নীচে ইংরাজিতে ১৮৯১ ও ২০১৬ লেখা থাকবে। ছবির বাঁ ও ডান দিকে ১৯১৬ ও ও ২০১৬ ইন্টারন্যাশনাল নিউমেরালে লেখা থাকবে। তবে পুরনো কয়েন বাতিল করা হবে না। সেই কয়েনগুলিও বৈধ থাকবে। নতুন কয়েনের পাশাপাশি পুরনো কয়েনও বাজারে চলবে।

পাঁচটার নতুন কয়েনের সামনের দিকে এলাহাবাদ হাইকোর্ট বিল্ডিংয়ের ছবি থাকবে । ছবির নীচে ১৮৬৬ ও ২০১৬ ইংরেজিতে লেখা থাকবে । আরবি আইয়ের তরফে একটি বিবৃতিতে এমনটা জানানো হয়েছে।

এর আগে ২০০ রুপির নোট বাজারে চালু করার পরিকল্পনা করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফে। ২০০০ রুপির নোট খুচরো করাতে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। নতুন ১০০০ রুপির নোট নিয়ে জল্পনা দেখা দিলেও সম্প্রতি কেন্দ্রের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এখনই বাজারে আসছে না ১০০০ রুপির নোট।

ট্যাগ: