banglanewspaper

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘হায়ার এডুকেশন : পার্সপেক্টিভস্ ফ্রম রাজশাহী ইউনিভার্সিটি (Higher Education: Perspectives from Rajshahi University)’ শীর্ষক উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা। 

কর্মশালায় সংশ্লিষ্ট বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ইমতিয়াজ আহমেদ ও ইতিহাস বিভাগের শিক্ষক ড. ইফতেখার ইকবাল। এছাড়া বিশেষ তথ্যাভিজ্ঞ হিসেবে আলোচনা করেন ঢাবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর আমেনা মহসিন। পরে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

জার্মানির বেসরকারি সংস্থা ফ্রেডরিখ এবার্ট স্টিফটুং (FES)-এর সহায়তায় এবং ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় আয়োজিত এই কর্মশালায় বক্তব্য দেন এফইএস ঢাকা অফিসের সমন্বয়কারী সাধন কুমার সাহা। সমাপনী বক্তব্য দেন রাবি রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র-উপদেষ্টা, জনসংযোগ দপ্তর প্রশাসকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশ নেন। কর্মশালাটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ড. ফরিদ উদ্দিন খান।

ট্যাগ: