banglanewspaper

ঈদুল আজহায় রেলের অগ্রিম টিকিট ২৬ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে। টিকিট পাওয়া যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

মঙ্গলবার দুপুরে রেল ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের রেলমন্ত্রী মুজিবুল হক এ কথা জানান।

তিনি আরো জানান, এবার জনপ্রতি সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবে। ফিরতি টিকিট পাওয়া যাবে ৩ অক্টোবর থেকে।

তিনি বলেন, প্রথম দিন পাওয়া যাবে ঈদের ৫ দিন আগের টিকেট।

চাঁদ দেখার ভিত্তিতে আগামী ৫ থেকে ৭ অক্টোবর ঈদের সরকারি ছুটি হওয়ার কথা। তার আগে ৪ অক্টোবর রয়েছে হিন্দু সম্প্রদায়ের বিজয়া দশমীর ছুটি।

ট্যাগ: