banglanewspaper

মনিরুল ইসলাম মনি: সিটিজেনস ওপেন ফোরাম (সিওএফ) আয়োজিত সিওএফ ইন্সপারেশন অ্যাওয়ার্ড ২০১৭ পাচ্ছেন এ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার দ্বীপু। 

সুপ্রিম কোর্টের আইনজীবী ও হাসান ল’ এসোসিয়েট এর কর্ণধার এ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার দীর্ঘদিন ধরে আইন ও সাংবাদিকতার মাধ্যমে অসহায় ও দু:স্থ মানুষের সেবা করে যাচ্ছেন। এ সম্মাননা স্বরুপ সিটিজেনস ওপেন ফোরাম (সিওএফ) তাঁকে সিওএফ ইন্সপারেশন অ্যাওয়ার্ড ২০১৭ এ ভূষিত করছেন বলে জানা গেছে। সোমবার (৯ অক্টোবর) সিটিজেনস ওপেন ফোরাম (সিওএফ) এর জুরি বোর্ড তাঁর নাম ঘোষণা করে। 

আগামী ১৩ অক্টোবর ধানমন্ডির রাশিয়ান কালচারাল সেন্টার হলরুমে এক অনাড়ম্বর জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে সম্মাননা পুরস্কার ও ক্রেস্ট তুলে দিবেন কর্তৃপক্ষ।

খন্দকার হাসান শাহরিয়ার এজন্য সবার কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন যাতে করে অতীতের মত আগামীতেও আইনের মাধ্যমে সব শ্রেণি-পেশার মানুষকে সেবা করে যেতে পারেন।
 

ট্যাগ: