banglanewspaper

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে মদের স্বর্গ হিসেবে পরিচিত ওয়াইন কান্ট্রি এলাকায় প্রবল বাতাসের সঙ্গে ছড়িয়ে পড়া দাবানলে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এতে শত শত বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। বাস্তুচ্যুত হয়েছে ২০ হাজারের মতো মানুষ।

স্থানীয় সময় রোববার  (০৮ অক্টোবর) রাতে সূত্রপাত হয়ে এখনও জ্বলছে প্রদেশগুলো। তবে অগ্নিকাণ্ডের মূল কারণ জানা যায়নি।

ইতিমধ্যে নাপা, সানোমা ও ইয়ুবা কাউন্টি থেকে ২০ হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ঘর ছেড়েছে। এসব অঞ্চলে ওয়াইন তৈরি হওয়ার কারণে দাবানল দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ছে।

এ ঘটনায় ক্যালিয়োর্নিয়ার গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ঘোষণায় গভর্নর বলেছেন, দাবানলের কারণে ঘরবাড়ি পুড়ে যাচ্ছে। আরও অসংখ্য ঘরবাড়ি হুমকির মুখে। এই মুহূর্তে উদ্ধারকাজ চালিয়ে যেতে হবে। ওইসব অঞ্চলের হাজারো মানুষকে নিরাপদে সরিয়ে আনতে হবে।

গ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের বিস্তারিত জানাতে পারেনি ক্যালিফোর্নিয়া ফায়ার সার্ভিস কিংবা স্থানীয় কর্মকর্তারা। তবে অঙ্গরাজ্যটির সানফ্রান্সিসকোভিত্তিক কেজিও-টিভির খবরে বলা হয়, সোনোমা কাউন্টিতে সান্তা রোজ এলাকায় নিজ বাড়ির রাস্তায় মৃত অবস্থায় পাওয়া গেছে এক অন্ধ নারীকে।

ট্যাগ: