banglanewspaper

রাজধানীর গাবতলীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়েছেন। তবে কোনও প্রাণহানি ঘটেনি।

মঙ্গলবার বেলা ১২টার দিকে পর্বত সিনেমা হলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

দারুস সালাম থানার ডিউটি অফিসার এসআই শহীদ সোহরাওয়ার্দী সাংবাদিকদের বলেন, ‘পর্বত সিনেমা হলের সামনের সড়কে একটি প্রাইভেটকার একটি বাস ওভারটেক করার চেষ্টা করে। এসময় পেছন থেকে একটি বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এরপর প্রাইভেটকারটি গিয়ে সামেনে থাকা অপর একটি বাসের পেছনে ধাক্কা দেয়। এতে দুই বাসের মধ্যে পড়ে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় প্রাইভেটকারে থাকা দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাইভেটকারটি রেকার দিয়ে সরানো হয়েছে। ঘটনাস্থলে থানা ও ট্রাফিক পুলিশ আছে। তারা আইনগত ব্যবস্থা নেবেন।’

ট্যাগ: