banglanewspaper

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে নিহত হয়েছেন অন্তত ১০ জন। অগ্নিকাণ্ডে দেড় শতাধিকের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। হাজারো মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে। প্রায় দেড় হাজার ঘর-বাড়ি পুড়ে গেছে। উদ্ধার কাজ চলছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছৈ, স্থানীয় সময় গত রোববার রাতের এই দাবানলের ঘটনায় ক্যালিফোর্নিয়ার সানোমা কাউন্টিতেই সাতজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ছাড়া নাপা কাউন্টিতে দুজন ও মেনডোসিনো কাউন্টিতে একজনের মৃত্যু হয়েছে।

এরই মধ্যে নাপা, সানোমা ও ইয়ুবা কাউন্টি থেকে ২০ হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ঘর ছেড়েছেন। এসব অঞ্চলে ওয়াইন তৈরি হওয়ার কারণে দাবানল দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ছে।

ক্যালিফোর্নিয়ার অগ্নিনির্বাপক প্রধান কেন পিমলট বিবিসিকে জানিয়েছেন, মঙ্গলবার ১৭ বারের বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় ১ লাখ ১৫ হাজার একর জমি আগুনে পুড়ে গেছে। নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পিমলট।

ট্যাগ: