banglanewspaper

ক্রীড়া ডেস্ক: মাঠে ভারতের বিপক্ষে জয়টা ছিল অনায়াস। তবে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ভড়কে গেল হোটেলে ফেরার সময়। 

মঙ্গলবার রাতে দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে হোটেলে ফেরার পথে ভারতের গৌহাটিতে অস্ট্রেলিয়ার টিম বাসে ঢিল ছোঁড়া হয়েছে। এতে কেউ আহত না হলেও আতংকিত হয়েছেন ক্রিকেটাররা। 

টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফেরার পর বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন ওয়ার্নার-ফিঞ্চরা। কিন্তু  হঠাৎ কাঁচ ভাঙার প্রকাণ্ড শব্দে ভড়কে যান তারা। বেশ বড় একটি পাথর ছুঁড়ে মারায় জানালার কাঁচ চুরমার হয়ে যায়। ওই জানালার পাশে কেউ বসে না থাকায় আহতের ঘটনা ঘটেনি। তবে এতে আতংকিত হয়ে টুইট করেছেন অসি ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ক্রীড়া মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর টুইট করে বলেছেন যে, অস্ট্রেলিয়া দলের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।

ঘটনার পর ভারতীয় ক্রীড়া মন্ত্রী অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।

ট্যাগ: