banglanewspaper

ডেস্ক রিপোর্ট: লুডো খেলে প্রেমের টানে বাংলাদেশে চলে মায়ানমারের এক তরুণী ! 

এবার লুডো স্টারে প্রেম করে মায়ানমারের তরুণীকে বিয়ে করলো এক বাঙালী যুবক। ঢাকার মানিকনগর এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, আনোয়ার হোসেন নামে ওই যুবক জনপ্রিয় লুডো স্টার গেমটি খেলতে গিয়ে এ অঘটন ঘটিয়েছেন। লুডো খেলার মাধ্যমে মায়ানমারের অধিবাসী মুন সুক চিং এর সাথে তার পরিচয় হয়।

সেখানে তিনি ওই তরুণীকে I will .... you বলার পর মেয়েটি রাজি হয়ে যায়। তারপরই বিষয়টি প্রেমের সম্পর্কে গড়ায়। ফেসবুকে অ্যাড হয়ে চলতে থাকে প্রেম। একপর্যায়ে প্রেমের টানে মায়ানমার থেকে ওই তরুণী গতকাল চলে আসে বাংলাদেশে। এখন তাদের বিয়ের আলোচনা চলছে।

ট্যাগ: