banglanewspaper

বিড়াল পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। তাই তো অনেকে ঘরে পোষা প্রাণী হিসেবে রাখেন বিড়াল। তবে এক্ষেত্রে জর্ডানের ব্রিটিশ দূতাবাস এক বিরল এক উদাহরণ স্থাপন করেছে। ‘লরেন্স অফ আবদুন’ নামের একটি বিড়ালকে তারা নিজেদের কার্যালয়ে নিয়োগ দিয়েছে!

এখানেই শেষ নয়! বিড়ালটির জন্য একটি পদের নামও তৈরি করা হয়েছে। লরেন্স হলো তাদের ‘চিফ মাইসার’, অর্থাৎ ‘প্রধান ইঁদুর শিকারি’! এছাড়া, সরকারি চাকুরে হিসেবে নিয়োগ পাওয়ার পর বিড়ালটির একটি টুইটার অ্যাকাউন্টও খোলা হয়েছে। এরই মধ্যে সেই টুইটারের ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে আড়াই হাজার বলে রয়টার্স-এর খবরে বলা হয়।

এ ব্যাপারে জর্ডানে ব্রিটিশ দূতাবাসের কূটনীতিক লরা ডাউবান এক টুইটে বলেন, ‘মাউসিং ডিউটি ছাড়াও টুইটারে অনুসরণকারীদের কাছে পৌঁছে গেছে ও। খুবই মজার যে ব্রিটিশ নাগরিকেরা জর্ডানে দেশের দূতাবাসকে এখন একটি অন্য দৃষ্টিতে দেখবে। লরেন্সের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে আমরা জর্ডানের এমন দিক দেখানোর চেষ্টা করছি, যা সত্যিই ভীষণ ভালো, শান্তিপূর্ণ, সমৃদ্ধ। ’

ট্যাগ: Banglanewspaper bdnewshour24 জর্ডান ইঁদুর সরকারী চাকুরী বিড়াল ব্রিটিশ দূতাবাস