banglanewspaper

ক্রীড়া ডেস্ক : ক্রিকেটে বোলার ও ব্যাটসম্যানদের দাপটের মাঝেও মাঝেমধ্যেই সব আলো কেড়ে নেয় ফিল্ডাররা। তেমনটাই ঘটেছে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড প্রথম টি-২০ ম্যাচে। এদিন অবিশ্বাস্য একটি ক্যাচ নিয়ে শোরগোল ফেলে দিয়েছেন নিউজিল্যান্ডের উইকেটকিপার গ্লেন ফিলিপস।

শুক্রবার আগে ব্যাট করে ১৮৭ রান তুলে স্বাগতিক নিউজিল্যান্ড। ১৮৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বিধ্বংসী ওপেনার ক্রিস গেইলের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। বোলার ছিলেন শেঠ র‌্যান্স। উইকেটটি র‌্যান্স নিলেও গেইলকে প্যাভিলিয়নে ফেরানোর আসল কারিগর কিন্তু কিউই উইকেটকিপার গ্লেন ফিলিপস।

র‌্যান্সের বল পুল করলে ব্যাটের কানায় লেগে সেই শট উইকেটের পেছনে যায়। উসাইন বোল্টের গতিতে দৌঁড় দিয়ে প্রায় বাউন্ডারির লাইনের সামনে থেকে বলতে গেলে উড়াল দিয়ে সেই বল তালুবন্দি করেন গ্লেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ক্যাচের ভিডিও পোস্ট করা মাত্রই তা ভাইরাল হয়ে যায়। টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ক্যাচও এটাকে বলতে শুরু করেছেন অনেকে। ম্যাচটি ৪৭ রানে জিতে নেয় নিউজিল্যান্ড।

ট্যাগ: Banglanewspaper গ্লেন ফিলিপস ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড