banglanewspaper

কাজী রিপন, টাঙ্গাইল: ঘন কুয়াশায় দূর্ঘটনা এড়াতে বঙ্গবন্ধু সেতুর উভয় পাশে গাড়ি চলাচাল সাময়িক বন্ধ করা হয়েছে। আজ সকাল ৭টা থেকে সেতুর উভয় টোল প্লাজা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ আছাবুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ঘন কুয়াশায় দূর্ঘটনা এড়াতে বঙ্গবন্ধু সেতুর উভয় পাশে গাড়ি চলাচল সাময়িক বন্ধ করা হয়েছে।

কুয়াশার কারণে প্রথমে সেতুর উভয় টোল প্লাজা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ কারণে বঙ্গবন্ধু সেতুর উভয় পাশে যানজট দেখা দিয়েছে। ঘন কুয়াশা কেটে গেলে সেতুতে টোল প্লাজা খুলে দেয়া হবে এবং গাড়ি চলাচল শুরু করবে বলে তিনি জানান।

ট্যাগ: banglanewspaper দুর্ঘটনা বঙ্গবন্ধু সেতু যান চলাচল বন্ধ