banglanewspaper

ক্রীড়া ডেস্ক : ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছিলেন প্রোটিয়া পেসার ডেল স্টেইন। তবে ফেরাটা সুখকর হল না। দ্বিতীয় দিন বোলিংয়ের সময় গোড়ালির চোটে ইনজুরিতে পড়েছেন এই পেসার। ইনজুরির কারণে চলমান টেস্ট তো বটেই; পুরো ভারত সিরিজ থেকেই ছিটকে পড়তে পারেন তিনি।

শনিবার টেস্টের দ্বিতীয় দিন নিজের ১৮তম ওভারে বোলিংয়ের সময় চোটটা পেয়েছেন স্টেইন। ফলে ওই ওভার শেষ করতে পারেননি, মাঠ ছেড়ে যান। ওভারের শেষ তিন বল করেন ভারনন ফিল্যান্ডার।

দ্রুতই স্টেইনের গোড়ালিতে স্ক্যান করানোর জন্য পাঠানো হয়। স্ক্যানের পর জানা গেছে, তার গোড়ালির একটি টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। কেপটাউন টেস্টে তিনি আর বোলিং করতে না পারলেও প্রয়োজন হলে ব্যাটিংয়ে নামবেন।

 

ট্যাগ: Banglanewspaper ইনজুরি ডেল স্টেইন