banglanewspaper

ছবি দেখে যে কেউ প্রেমে পড়তে বাধ্য ‘মাস্‌ল বার্বি’ নামে খ্যাত জুলিয়ার ওপর। ২১ বছর বয়সি রাশিয়ান এই যুবতী এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই ভাইরাল হচ্ছে জুলিয়ার ছবি। এখন তার ফেসবুকে ৩ লক্ষ ও ইনস্টাগ্রামে ৬ লক্ষ ফলোয়ার রয়েছে বলে জানা গেছে।

খবর অনুযায়ী, মাত্র ১৫ বছর বয়সেই জিমে যাওয়া শুরু করেন জুলিয়া। কয়েকদিন আগে এই সুন্দরী বডিবিল্ডারের একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিওতে ১৮০ কেজি ওজন নিয়ে লিফটিং করতে দেখা যায় তাকে।

নিয়মিত শরীরচর্চা ও সময় করেই খাওয়াদাওয়া করলেই ভাল শরীর গঠন করা যায় বলে মনে করেন জুলিয়া। এখন সপ্তাহে পাঁচদিন জিমে যান বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি বডি বিল্ডিংয়ের বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করেছিলেন জুলিয়া।

তবে জুলিয়াকে নিয়ে সমালোচনাও হয়েছে বিভিন্ন মহলে। তবে এসবে গুরুত্ব দিতে নারাজ জুলিয়া। বরং সমালোচনা করা হলে মানসিকভাবে শক্ত হওয়া যায় বলে জানিয়েছেন জুলিয়া। তার মতে, চেষ্টা করলে মহিলারাও পুরুষদের পাল্লা দিতে পারেন।

ট্যাগ: Banglanewspaper প্রেম ভাইরাল