banglanewspaper

এর আগে বহুবার খোলামেলা ভিডিও পোস্ট করেছেন পুনম। ভক্তদের জন্য নিয়ে এসেছিলেন বিশেষ অ্যাপ।

 

মডেলিং ছাড়াও ফিল্মেও কাজ করেছেন পুনম। ন্যাশা ছবিতে দেখা গেছে পুনমকে।

 

২০১১ তে মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন পুনম পাণ্ডে।

 

এর আগে টপলেস ফটোশ্যুটেও ধরা দিয়েছিলেন পুনম।

 

পুনম লিখেছেন প্রত্যেক মেয়ের মধ্যেই একটা দুষ্টু মেয়ে লুকিয়ে আছে।

 

খোলামেলা ছবি পোস্ট করে পুনম ভক্তদের প্রশ্ন করেন এই ছবি দেখে তাঁরা কী বলবেন?

 

ভক্তদের মনোরঞ্জনের জন্য প্রায়ই এভাবে সামনে আসেন পুনম পান্ডে।

ট্যাগ: Banglanewspaper পুনম পান্ডে খোলামেলা ছবি