banglanewspaper

কাজী রিপন, টাঙ্গাইল প্রতিনিধি : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশিসহ নিহত নয়জন দুইজনের বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার ও কালিহাতি উপজেলায়। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যাবার খবর বাড়িতে পৌছলে শোকের মামত শুরু পরিবার দুটিতে। 

রোববার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কস্তুরী পাড়া গ্রামে গিয়ে দেখা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত আমীন মিয়ার বাড়িতে কান্নার রোল পড়েছে। পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ও আত্মীয়স্বজনরা নানাভাবে স্বান্তনা দেয়ার চেষ্টা করছেন।

আমীন মিয়া কস্তুুরীপাড়ার সাদিকুল ইসলামের ছেলে। 

একই চিত্র দেখা যায় টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের ডুবাইল গ্রামের হামিদ আলীর বাড়িতে। তার ছেলে আব্দুর রহিমও সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এ খবর বাড়িতে পৌছলে শোকের মাতম শুরু হয়। পরিবারের মাঝে। 

নিহতদের পরিবারের স্বজনরা যতদ্রুত সম্ভব লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

ট্যাগ: Banglanewspaper সৌদি আরব সড়ক দুর্ঘটনা নিহত শোক