banglanewspaper

বিনোদন ডেস্ক : বছরের শুরুতেই অবসর কাটানোর নাম করে মালদ্বীপ পাড়ি জমিয়েছিলেন বলিউডের তারকা জুটি রণবীর সিং ও দীপিকা পাডুকোন।

তবে জোর গুঞ্জন, ছুটি কাটানোর নাম করে বিদেশে বসে নিজেদের বাগদান সম্পন্ন করেছেন এ তারকা জুটি। এসময় সেখানে উপস্থিত ছিলো দুই পরিবারের অভিভাবকগণও।

মাসখানেক আগেই রণবীর সিং তার পরিবারের সাথে হাজির হয়েছিলেন বেঙ্গালুরুতে প্রকাশ পাড়ুকোনের বাড়িতে। সেখানে নাকি ঠিক হয়ে গিয়েছিল দু'জনের বিয়ের তারিখ। এরপর দুই পরিবার একত্রে শুভকাজের ইঙ্গিত দিয়েছে।

অন্যদিকে, দীপিকা আর রণবীরের এই বাগদান পর্ব ঘিরে আরও একটা জোরদার খবর শোনা যাচ্ছে। নায়িকার এক ঘনিষ্ঠ বন্ধু বলেছেন, সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা একটা শাড়ি আর হিরের গয়নার সেট রণবীরের পরিবার থেকে দীপিকাকে উপহার দেওয়া হয়েছে।

ভারতীয় বিয়ের বাগদানে বা আশীর্বাদে ছেলের বাড়ি থেকে মেয়েকে যে শাড়ি-গয়না দেওয়া হয়, সেটা তো জানা কথা। তাই বলিউডপ্রেমীদের বিশ্বাস, বাগদান সম্পন্ন, এবার শুধু স্বীকার করার পালা।

ট্যাগ: Banglanewspaper রণবীর দীপিকা