banglanewspaper

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ট্রাম্প টাওয়ারে’ অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। 

মার্কিন টেলিভিশনগুলোর বরাতে রয়টার্স জানায়, সোমবার স্থানীয় সময় সকাল ৭টার আগে আগে ৬৮ তলা ওই ভবনের ছাদ থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

নিউ ইয়র্ক ফায়ার সার্ভিস জানায়, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

এ ঘটনায় ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প এক টুইটে বলেছেন, ভবনের ছাদে কুলিং টাওয়ারে বৈদ্যুতিক গোলযোগ থেকে ‘ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা’ এটা। টুইটে নিউ ইয়র্ক ফায়ার সার্ভিসের প্রশংসা করেন ট্রাম্পের ছেলে।

ডোনাল্ড ট্রাম্প ৫৮ তলা ভবনটির সবচেয়ে ওপরের তিনটি তলায় তার পরিবার নিয়ে বাস করতেন। কিন্তু গত বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হওয়ার পর ওয়াশিংটন ডিসিতে অবস্থিদ মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় ও বাসভবন হোয়াইট হাউসে চলে যান।

ভবনটিতে ট্রাম্পের দু্ই ছেলে এরিক ও ডোনাল্ড জুনিয়রের অফিসও আছে। মেয়ে ইভানকার ফ্যাশন কম্পানির সদর দপ্তরও ওই ভবনে।

এছাড়া ট্রাম্পের ব্যবসা প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনের সদর দফতর এই ট্রাম্প টাওয়ারেই। আর ৬৬ তলায় ট্রাম্পের বিখ্যাত পেন্টহাউজ।

ট্যাগ: Banglanewspaper ট্রাম্প আগুন আহত