banglanewspaper

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ছাত্রলীগ জেলা শাখার বার্ষিক আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৮ জানুয়ারী) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারন সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত একটি প্যাড থেকে এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

নওগাঁ জেলা শাখার ছাত্রলীগের কমিটিতে স্থান দেয়া হয়েছে সভাপতি সাব্বির রহমান রিজভী, সহ-সভাপতি তুহিন মোল্লা ও সামসুল আলম দুখু, সাধারন সম্পাদক আমানুজ্জামান সিউল, যুগ্ম সাধারন সম্পাদক সুমন ইসলাম ও শাফিজুল ইসলাম শুভ, সাংগঠনিক সম্পাদক শাপলা সুলতানা ও শুভ সরকার এবং কেন্দ্রীয় কমিটির সদস্য জনি মন্ডল।

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর নওগাঁ শহরের নওযোয়ান মাঠে ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ২১ দিন সোমবার বার্ষিক আংশিক কমিটি ঘোষণা করা হয়।

ট্যাগ: Banglanewspaper নওগাঁ ছাত্রলীগ কমিটি