banglanewspaper

হুমায়ুন কবির : কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে চালকসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২০ জন।

আজ বুধবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের উপজেলার লাহেনীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে সুজন (৩০), মজিবুর রহমান (৪৫), রানা আহম্মেদ (৩০), সাথী খাতুন (১৮), সুরুজ আলী (৩০), জামসেদ (৪৫), চাদ আলী (৫০), মস্তফার (৪০) নাম জানা গেছে।

স্থানীয়রা জানায়, দুপুরে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে বাসের চালক নয়নসহ তিন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন যাত্রী। নিহত নয়ন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর এলাকার মিজানুর রহমানের ছেলে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় চালক নয়নকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নেওয়ার পথে মারা যায়। বাসের ভেতরে আরো দুটি লাশ পাওয়া গেছে।

ট্যাগ: Banglanewspaper নিহত কুষ্টিয়া রাজবাড়ি কুমারখালী