banglanewspaper

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জন্মদিন ছিল গত ৫ জানুয়ারি। জন্মদিনে বাংলাদেশি এক ভক্তদের কাছ থেকে বিশেষ এক উপহার পেয়েছেন এই অভিনেত্রী। জন্মদিনের উপহার হিসেবে বাংলাদেশি ওই ভক্ত ব্রাহ্মণবাড়িয়ায় দীপিকার নামে একটি নলকূপ স্থাপন করেছেন।  ভক্তের নাম জানা না গেলেও তিনি মধ্যপ্রাচ্য প্রবাসী এটা জানা গেছে। ভক্তের কাছ থেকে এমন উপহার পেয়ে এই বলিউড তারকা রীতিমতো আনন্দিত, উচ্ছ্বসিত

টাইমস অব ইন্ডিয়া বলছে, দীপিকার ভক্তদের নিয়ে গড়ে ওঠা আরব ফ্যান ক্লাবের সদস্যদের চাদায় ব্রাহ্মণবাড়িয়ার রাধানগর গ্রামে এক ভক্ত তৈরি করেছেন বিশুদ্ধ খাবার পানির একটি নলকূপ। লাল সিমেন্টে বাঁধানো কলপাড়ে যত্ন করে গাঁথা হয়েছে দীপিকার নামাঙ্কিত ফলকও।

এদিকে ৬ জানুয়ারি টুইটারে দীপিকার আরব ফ্যান পেজ থেকে নলকূপের কয়েকটি ছবি প্রকাশ করা হয়। ক্যাপশনে লেখা হয়, ‘দীপিকার জন্মদিনে আমাদের পক্ষ থেকে উপহার। একটি গ্রামে আমরা আপনার আরবের ভক্তরা তহবিল সংগ্রহ করে এই পানির নলকূপ স্থাপন করেছি। আশা করি, আপনার ভালো লাগবে। শুভ জন্মদিন দীপিকা পাড়ুকোন।’

ভক্তদের এমন উদ্যোগে ভীষণ আনন্দিত দীপিকা পাড়ুকোন। টুইটারে ভক্তদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন। ৮ জানুয়ারি তিনি লিখেছেন, পৃথিবীতে একটি সুন্দর ও সুখী স্থান বানানোর জন্য আপনাদের এই মহৎ অবদান আমার হৃদয় ছুঁয়ে গেছে। জন্মদিনে এর চেয়ে সেরা উপহার আর কী হতে পারে! আপনাদের প্রতি আমার অশেষ ভালোবাসা। আপনাদের নিয়ে আমার গর্ব হচ্ছে।

ট্যাগ: Banglanewspaper ব্রাহ্মণবাড়িয়া দীপিকা নলকূপ