banglanewspaper

আর্জেন্টিনার ২৩ বছরের তরুণ মরিসিও ওসোলা। টাকার লোভে বিয়ে করেন ৯১ বছরের ইয়োলান্ডা টরেসকে। তবে তিনি দাবি করছেন সেটা প্রেমের বিয়ে ছিল।

বিয়ের ২৪ দিনের মাথায় ‘হানিমুনে’ গেলে বার্ধক্যজনিত রোগে সেখানেই ওই বৃদ্ধার মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে পেনশন নিজের নামে করতে মরিসিও উঠে পড়ে লেগে যান। কিন্তু রাজি নয় সরকার। কারণ মরিসিওর প্রতিবেশীরা বলছেন, এই বিয়ের কোনো খবর তাদের কাছে নেই।

ওই তরুণ এখন আবেদন করেছেন সুপ্রিম কোর্টে। তার দাবি, ভালোবেসে বিয়ে করেছিলেন টরেসকে, পেনশনের লোভে নয়। তিনি আশায় আছেন কোর্টের রায় তার পক্ষে যাবে।

ট্যাগ: Banglanewspaper টাকা বিয়ে তরুণ