banglanewspaper

আইফোন ৮ ও আইফোন ৮ প্লাস স্মার্টফোনের সঙ্গে গত বছরের সেপ্টেম্বরে বাজারে আসে বহুল কাঙ্খিত আইফোন এক্স। কিন্তু কয়েক মাসের ব্যবধানে শীঘ্রই আইফোনটির উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে।

সম্প্রতি এমনটাই জানিয়েছেন অ্যাপল বিশেষজ্ঞ মিন-চি কু।

তিনি বলেন, কয়েক মাসের ব্যবধানে এই আইফোনটির উৎপাদন বন্ধ করে দিতে পারে প্রতিষ্ঠানটি। ৯৯৯ ডলার মূল্যমানের এই ফোনটি চড়া মূল্য ও নতুনত্বের ঘাটতির কারণে ক্রেতাদের হতাশ করেছে। সেই সাথে সাথে ফোনটি বাজারে মুখ থুবড়ে পড়েছে।

আর ফোনটির উৎপাদন খরচের কারণে অ্যাপল চাইলেও দাম কমাতে পারবে না। এর ফলে ফোনটির উৎপাদনই বন্ধ করে দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন কেজিআই সিকিউরিটিজের এই বিশ্লেষক।

তিনি আরও বলেন, ২০১৮ সালে আসা অ্যাপলের পরবর্তী ফোনগুলো থ্রিডি সেনসিং ও ওএলইডি ডিসপ্লে ফিচার যোগ করার কারণে এমনিতেই দাম বেড়ে যাবে। এর ফলে গ্রাহকরা আর এতো দাম দিয়ে আইফোন এক্স কিনবে না।

এদিকে, সিনোলিঙ্ক সিকিউরিটি বিশ্লেষক হাং বিন এর মতে, চলতি বছরের প্রথম প্রান্তিকে আইফোন এক্স তাদের প্রথম চালানে ৩৫ মিলিয়ন ইউনিট আইফোন বাজারজাত করবে যা আগের চেয়ে ১০ মিলিয়ন কম।

সব মিলিয়ে আইফোন সিক্স ও সেভেনের মতো গ্রাহক টানতে না পারার কারণেই আইফোন এক্স এর উৎপাদন বন্ধ করতে যাচ্ছে অ্যাপল।

ট্যাগ: Banglanewspaper আইফোন এক্স অ্যাপল